অনলাইন সংস্করণ
০০:১০, ১৬ সেপ্টেম্বর, ২০২২
কমিউনিটি চ্যাট নামে নতুন একটি ফিচারের কথা ঘোষণা দিল ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে গ্রুপ সদস্যদের সঙ্গে টেক্সট, অডিও ও ভিডিও যোগাযোগ করতে পারবে। গত মঙ্গলবার এ ঘোষণা দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
বর্তমানে বিশ্বের ১০০ কোটি মানুষ বন্ধু ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগের জন্য মেসেঞ্জার ব্যবহার করে। তারা খুব দ্রুত ফেসবুক ও মেসেঞ্জার উভয় ক্ষেত্রেই কমিউনিটি চ্যাটের সুবিধা উপভোগ করতে পারবে।
বর্তমানে ফেসবুকে গ্রুপের অ্যাডমিনরা কোনো বিষয়ে আলোচনার থাকলে পোস্ট করে অপেক্ষা করে। অন্যান্য সদস্য মন্তব্যের মাধ্যমে সাড়া দেয়। নতুন ফিচারে গ্রুপের সদস্যরা সরাসরি আলোচনায় যুক্ত হতে পারবে।