ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ |
৩৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ই-স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশে চ্যাম্পিয়ন ওরিয়েন্টাল ফনিক্স

ই-স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশে চ্যাম্পিয়ন ওরিয়েন্টাল ফনিক্স
ই-স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশে চ্যাম্পিয়ন ওরিয়েন্টাল ফনিক্স

বর্ণাঢ্য আয়োজনে শেষ হল চীনের টেক জ্যায়ান্ট টেনসেন্ড- এর জনপ্রিয় গেম অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ। স্বাসরুদ্ধকর প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয় টিম ওরিয়েন্টাল ফনিক্স। রানার আপ হওয়ার গৌরব অর্জন করে উই ই-স্পোর্টস আর্মাডা ।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ডি ব্লকের ইস্ট কোর্টের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। ২৫ লাখ টাকা প্রাইজমানির এই ই-স্পোর্টস টুর্নামেন্টে চ্যাম্পিয়নদল পায় ১২ লাখ টাকা।

ফাইনালে অংশগ্রহনকারী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে স্বশরীরে উপস্থিত ছিলেন ক্রিকেটার ইমরুল কায়েস, অভিনেতা ফেরদৌস সহ দেশ সেরা ইউটিউবার, খেলোয়াড় ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বগণ। প্রতিযোগিতা শেষে এক মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যারেনা অব ভ্যালোর (Arena of Valor) বাংলাদেশে প্রথমবারের মত আয়োজন করে ই-স্পোর্টস টুর্নামেন্টে অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ।

উল্লেখ্য , অ্যারেনা অব ভ্যালোর একটি বিশ্বখ্যাত 5 v 5 মাল্টি প্লেয়ার অনলাইন প্রতিযোগিতা (multiplayer online battle arena, MOBA) গেম। সাধারণ MOBA খেলার সঙ্গে পার্থক্য হচ্ছে, Arena of Valor মোবাইলেও খেলা যায়।

ই-স্পোর্টস,অ্যারেনা অব ভ্যালোর,ওরিয়েন্টাল ফনিক্স,চ্যাম্পিয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend