ঢাকা | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বাংলা কনভার্টার
walton

টেসলার সেমি ট্রাকের সরবরাহ শুরু

টেসলার সেমি ট্রাকের সরবরাহ শুরু
টেসলার সেমি ট্রাকের সরবরাহ শুরু

প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কর্তৃক উন্মোচনের পাঁচ বছর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সরবরাহ শুরু হলো টেসলার ইলেকট্রিফায়েডর ট্রাক্টর।

গত বৃহস্পতিবার টেসলার নাভাডা গিগাফ্যাক্টরিতে ‘সেমি ডেলিভারি ইভেন্ট’-এ পেপসির কাছে সেমি ট্রাকের প্রথম লটের সরবরাহ শুরু করা হয়।

পানীয় কোম্পানিটি সর্বমোট ১০০ সেমি ট্রাকের কার্যাদেশ দিয়েছিলো বলে জানা গেছে। এক চার্জে ট্রাকটি ভর্তি অবস্থাতেই ৫০০ মাইল পর্যন্ত চলবে বলে দাবি করেছে টেসলা।

২০১৭ সালে টেসলা সেমির প্রদর্শন করা হয়। তখন ৩০০ ও ৫০০ মাইল সংস্করণের খুচরা মূল্য যথাক্রমে দেড় লাখ ডলার ও এক লাখ ৮০ হাজার ডলার নির্ধারণ করা হয়। এই মূল্য ৬০ হাজার ডলারের সাধারণ ডিজেল ট্র্যাকের তুলনায় অনেক বেশি, তবে টেসলা দাবি করছে তাদের গাড়িটি ২০ শতাংশ অধিক সাশ্রয়ের সুযোগ দেবে। ১০ লাখ মাইলে আড়াই লাখ ডলার পর্যন্ত সাশ্রয় করবে সেমি।

ট্রাকটিতে এক মেগাওয়াট ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। মাত্র ৩০ মিনিটেই এটি ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম। ট্রাকটিতে অত্যাধুনিক অটোপাইলট প্রযুক্তিও রয়েছে। এছাড়া রয়েছে জ্যাকনাইফ-মিটিগেশন সিস্টেম, ব্লাইন্ড-স্পট সেন্সর এবং ডেটা লগিং সিস্টেম।

টেসলা,সেমি ট্রাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়